Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার পৌর প্রশাসক থেকে বিদায় উদয়নের, নিযুক্ত হলেন নতুন পৌর প্রশাসক

দিনহাটার পৌর প্রশাসক থেকে বিদায় উদয়নের, নিযুক্ত হলেন নতুন পৌর প্রশাসক

gourishankar maheshwari




গতকাল কোচবিহার জেলা তৃনমূলে কংগ্রেসে বিরাট রদবদলের ঘোষণা করা হয়। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পদেও হয় রদবদল। কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন দিনহাটার বর্ষীয়ান রাজনৈতিক নেতা উদয়ন গুহ।

আর তাই দিনহাটার পৌর প্রশাসক থেকে বিদায় নিতে হয় উদয়ন গুহর। আজ দিনহাটার পৌর প্রশাসকের দায়িত্বভার বুঝে নিলেন দিনহাটার নবনির্বাচিত পৌর প্রশাসক গৌরীশংকর মাহেশ্বরী।

আজ সকালে নোটিশের মাধ্যমে সে খবর পেয়েই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে তার কর্মী-সমর্থকরা। আর দুপুরে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে আবীর খেলে দিনহাটা পৌরসভার পৌর ভবনে উপস্থিত হন গৌরীশংকর মাহেশ্বরী।

এদিন তাঁকে সম্বর্ধনা জানানো হয়। এরপর পৌরসভার আধিকারিকরা নিয়ম নীতি অনুসারে দায়িত্বভার বুঝিয়ে দেন দিনহাটার নতুন পৌর প্রশাসক কে।

দায়িত্ব নেওয়ার পর পৌর প্রশাসক গৌরীশংকর মাহেশ্বরী বলেন- আগামীদিনে দিনহাটা পৌরসভার তথা পৌর বাসীর উন্নয়নে কাজ করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যপাধ্যায়কেও ধন্যবাদ জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code