Latest News

6/recent/ticker-posts

Ad Code

এখন WhatsApp-এ পাঠান হাই রেজিলিউশন ভিডিও, নতুন ফিচার্স নিয়ে হাজির WhatsApp

এখন WhatsApp-এ পাঠান হাই রেজিলিউশন ভিডিও, নতুন ফিচার্স নিয়ে হাজির WhatsApp





গ্রাহকদের জন‍্য নিত‍্য নতুন ফিচার্স নিয়ে হাজির হয় WhatsApp । একের পর এক নতুন ফিচার্স আরো জনপ্রিয় করে তুলছে ফেসবুকের মালিকাধীন মেসেজিং অ্যাপ Whats App । 


এবার হাই-রেজোলিউশন ভিডিও পাঠানোর জন্য নতুন ফিটার আনছে হোয়াটসঅ্যাপ। এতদিন ভিডিও রেজিলিউশন সংক্রান্ত কোনো ফিচার্স ছিল না WhatsApp-এ । হাই রেজিলিউশন ভিডিও পাঠাতে হলে ডকুমেন্ট করে পাঠানো যেত। কিন্তু এবার নতুন ফিচার্স আনলো WhatsApp । 


জানা গিয়েছে, এক জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আরেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে কোনও ভিডিও পাঠাতে চাইলে, তার জন্য তিন ধরনের অপশন থাকবে।


প্রথম অপশন হলো অটো মোড। এই ফিচার কমপ্রেশন মোড সিলেক্ট করে ভিডিও শেয়ার করবে হোয়াটসঅ্যাপ।


দ্বিতীয় অপশন বেস্ট কোয়ালাটি। এই অপশনে ভিডিও সেরা কোয়ালিটি শেয়ার করা যাবে।


তৃতীয় অপশনে হলো ডেটা সেভার। এই অপশনে সিলেক্ট করে ভিডিও পাঠলে হোয়াটসঅ্যাপ নিজেই তা কমপ্রেস করবে।


হোয়াটসঅ্যাপ বিটা গ্রাহকরা ইতিমধ্যেই এই ফিচার ব্যবহার করতে পারছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code