শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষনা শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর 



শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষনা শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর।



উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও একধাপ এগোলো রাজ্য। আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে কাউন্সেলিং। করোনা সংক্রমণের জের এবার কাউন্সেলিং প্রক্রিয়া হবে পুরোপুরি অনলাইনে। এমনটাই জানালেন রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু।




এদিন তিনি কাউন্সেলিং প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানান। কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া ওয়েবসাইটে মিলবে বলে জানান তিনি। এদিন শিক্ষামন্ত্রীর ঘোষনা অনুযায়ী অতিশীঘ্র ই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় খুশির হাওয়া ভাবি শিক্ষক মহলে। আরও পড়ুনঃ কবে হবে মাধ্যমিকের ফল প্রকাশ-জানালো পর্ষদ 




উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ৩১শে জুলাইয়ের মধ‍্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে অত‍্যন্ত দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে প্রস্তুতি নিচ্ছে রাজ‍্য ও কমিশন।




শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, "উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। আদালতের নির্দেশ মেনে নিয়োগ সম্পন্ন হবে। ১৫ হাজার ৪০৬ জন প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ শুরু হবে ১৯ জুলাই। তথ্য জানা যাবে www.westbengalssc.com –ওয়েবসাইটে। ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ৪ অগাস্ট পর্যন্ত। মোট শূন্যপদ ১৪ হাজার ৩৩৯।"