Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় জলপাইগুড়ি কোর্টের কড়া দাওয়াই

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় জলপাইগুড়ি কোর্টের কড়া দাওয়াই 




করোনা রুখতে এবার জলপাইগুড়ি কোর্টের কড়া দাওয়াই। কোর্ট চত্ত্বরে প্রতিদিন বহু মানুষের ভীড় হয়।আর তাদের গাড়ির সংখ্যাটাও হয় অনেক। তাই এই জমায়েত এড়াতে এবার পাবলিক পার্কিং কে সম্পূর্ণ নিষিদ্ধ করল কোর্ট।


আজ শুক্রবার থেকে এই নির্দেশিকা বাস্তবায়িত হল। কড়া পুলিশি পাহাড়ায় কোর্ট চত্ত্বরে নোটিশ জারি করে এই নিয়ম লাগু হল।


আজ শুক্রবার কোর্ট চত্ত্বরে একমাত্র সরকারি গাড়ি, আইন জীবিদের গাড়ি, পুলিশের গাড়ি, ল ক্লার্ক দের গাড়ি ছাড়া আর কোনো রকম পাবলিক পার্কিং এর অনুমোদন রইল না।


করোনার ৩ য় ঢেউ এর আশংকায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।পরবর্তী নোটশ জারি পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code