উচ্চমাধ্যমিক ২০২১ এর ফলাফল নিয়ে বড় ঘোষণা সংসদের

STUDENT



আজ একটি প্রেস বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে আগামী ২২ জুলাই Rabindra Milan Mancha, 7th floor, Vidyasagar Bhavan of the Council -এ সাংবাদিক বৈঠকে ফলাফল ঘোষণা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৩ জুলাই প্রতিটি বিদ্যালয় নির্দিষ্ট কেন্দ্র থেকে mark-sheets সংগ্রহ করতে পারবেন এবং সেদিনই প্রতিটি বিদ্যালয় থেকে অভিভাবক বা ছাত্র কোভিড স্বাস্থ্যবিধি মেনে mark-shee সংগ্রহ করতে পারবে।

তবে ফলাফল আগের দিন অর্থাৎ ২২ জুলাই বিকাল ৪ টা থেকেই জানা যাবে। এজন্য একাধিক ব্যবস্থা রয়েছে। websites, SMS, Mobile App এর মাধ্যমে জানা যাবে ফলাফল।

56070 অথবা 5676750 নাম্বারে WB 12- Roll No লিখে পাঠালে ফলাফল চলে আসবে এস এম এস এর মাধ্যমে।

এছাড়া যে সকল ওয়েবসাইট থেকে জানা যাবে ফলাফল সেগুলি হলো-
এছাড়াও  Mobile App- Download করেও ফলাফল দেখা যাবে, এইজন্য যেতে হবে রেজাল্ট-শিক্ষার ওয়েবসাইটে-Website।