Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলে নেমে ক‍্যাটরিনার গানে ঋতাভরীর ঠুমকায় কুপোকাত দর্শক

জলে নেমে ক‍্যাটরিনার গানে ঋতাভরীর ঠুমকায় কুপোকাত দর্শক





বরাবরই সোশ‍্যাল মিডিয়ায় সক্রিয় ঋতাভরী চক্রবর্তী। তাঁর সোশ‍্যাল হ‍্যাণ্ডেল একের পর এক ছবি, রিলে ভরিয়ে ভক্তদের বিনোদন দিয়ে থাকেন। এবারও শেয়ার করলেন জলে নেমে তাঁর নাচের ভিডিও।





ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত গান ও ঋতাভরীর কোমরের ঠুমকায় কুপোকাত ফ্যানেরা। লাস‍্যময়ী অবতারে খোয়াব দেখে ঝুটে মুটে গান ব্যাকগ্রাউন্ডে ইন্সটায় দর্শকদের মন কেড়েছে। আর তাতে 'সুপার হট' তকমা দিলেন নেটিজেনরা।




ক্যাপশনে লিখলেন 'ওয়াটার বেবি, আমি সারাদিন জলে কাটাতে পারি।' সেলফি ভিডিয়ো করে ফ্যানদের দিকেও জল ছুড়ে দিলেন তিনি।




টেলি ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী' দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। তারপর ধীরে ধীরে মডেলিং ও সিনেমা দুই জগতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। করোনা কালে মানুষের সহযোগিতা করেছেন ঋতাভরী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code