Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশ হল উচ্চ প্রাথমিকের নম্বর-সহ ইন্টারভিউ তালিকা, দেখবেন কীভাবে

প্রকাশ হল উচ্চ প্রাথমিকের নম্বর-সহ ইন্টারভিউ তালিকা


প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের সংশোধিত ইন্টারভিউ তালিকা। আদালতের নির্দেশ মতো নয়া ইন্টারভিউ তালিকায় রয়েছে নম্বর। নামের আদ্যক্ষর অনুযায়ী প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। নম্বর পুরোপুরি দেওয়া হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পরীক্ষার নম্বর আছে। সেইসঙ্গে পেশাগত যোগ্যতা, টেটের নম্বর মিলিয়ে মোট নম্বর দেওয়া হয়েছে। 


স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট Website তে গিয়ে নম্বর-সহ ইন্টারভিউ তালিকা দেখতে পারবেন প্রার্থীরা। 


কীভাবে ইন্টারভিউয়ের তালিকা দেখবেন?

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট Website -তে যান।

'View Interview List in c/w 1st SLST, 2016 (Upper-Primary Level Except Physical Education and Work Education)'-তে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে

'Subject Applied' (কোন বিষয়ের জন্য আবেদন), 'Vacancy Medium' (স্কুলের মাধ্যম), 'Vacancy Category' (ক্যাটেগরি) , 'Vacancy Gender' (লিঙ্গ) বেছে নিন।

Submit’ করুন।

তারপর ইন্টারভিউয়ের তালিকা খুলে যাবে।

নম্বর-সহ ইন্টারভিউ তালিকা দেখার ডিরেক্ট লিঙ্ক - Direct Link

আরও পড়ুনঃ 

Upper Primary চাকরীপ্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ! অসংখ্য অভিযোগ আবারও 

উল্লেখ্য শুক্রবার ফের শুনানি আদালতে। ইন্টারভিউয়ের তালিকা স্বচ্ছ হলে নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে বলে জানিয়েছিল আদালত। কমিশনের কর্তাদের আশা, আগামিকাল স্থগিতাদেশ উঠে গেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। এখন দেখার কি হয় কাল। 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code