Latest News

6/recent/ticker-posts

Ad Code

Upper Primary চাকরীপ্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ! অসংখ্য অভিযোগ আবারও

Upper Primary চাকরীপ্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ! অসংখ্য অভিযোগ আবারও 

student, teacher




প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের সংশোধিত ইন্টারভিউ তালিকা। আদালতের নির্দেশ মতো নয়া ইন্টারভিউ তালিকায় রয়েছে নম্বর। নামের আদ্যক্ষর অনুযায়ী প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। নম্বর পুরোপুরি দেওয়া হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পরীক্ষার নম্বর আছে। সেইসঙ্গে পেশাগত যোগ্যতা, টেটের নম্বর মিলিয়ে মোট নম্বর দেওয়া হয়েছে। কিন্তু ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ বঞ্চিত প্রার্থীদের! অসংখ্য অভিযোগ তৈরি হয়েছে আবারও।

কী কী অভিযোগ? স্যোসাল মিডিয়ায় প্রার্থীরা মূলত যে সকল অভিযোগ জানিয়েছে তা অনেকটা এরকম-

1. "আমার টেট স্কোর ১১৭(৩১.২), অ্যাকাডেমিক স্কোর পুরোপুরি আছে (৫০) , সর্বোমোট স্কোর দাঁড়ায় ৩১.২+৫০=৮১.২ । আমি মাধ্যমিকের মার্কসিট আপলোড করিনি (কমিশন বলছে) , আমি রিজেক্ট হলাম ,এখন আমার কি করনীয়??"

2. "আমার নাম রিজেক্ট লিস্টে এসেছে। আমার document upload হওয়া সত্ত্বেও কমিশন D1 দেখাচ্ছে। এখন কি করা যায়?"


3. "৭৬ স্কোর, SC, ফিমেল,সংস্কৃত।মেরিট লিস্ট,রিজেক্ট লিস্ট, নন ট্রেন্ড লিস্ট কোথাও নাম নেই।
অথচ সংস্কৃত, SC ফিমেল,কাট অফ -৭৩ -এরকম কি কেউ আছেন যার কোন লিস্টেই নাম নেই।" আরও পড়ুনঃ প্রকাশ হল উচ্চ প্রাথমিকের নম্বর-সহ ইন্টারভিউ তালিকা, দেখবেন কীভাবে 


এধরনের অভিযোগ উঠছে স্যোসাল সাইটে। আবার অনেকে বলছেন 'অ্যাকাডেমিক নম্বর ম্যানিপুলেট করা হয়েছে'। সবমিলিয়ে এবার যে অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রেই উঠে আসছে সেটি হলো- ডকুমেন্ট আপলোড করবার পরও বর্তমানে ডকুমেন্ট মিসিং দেখাচ্ছে।


এই সমস্যার কি সমাধান হবে তা আগামী শুক্রবার উচ্চ আদালতের নির্দেশের পরেই স্পষ্ট হবে। তবে শোনা যাচ্ছে নাম্বার বাড়িয়ে মেরিট লিস্টে নাম উঠেছে অনেক অযোগ্যর। আর তাই আগামীকাল তথ্য নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন বঞ্চিতরা।

এদিকে কলকাতা উচ্চ আদালতের আইনজীবি ফিরদৌস শামীম জানিয়েছেন- "কমিশন আবারও একই ভুল করছেন।" এদিনের এই লিস্টকে ত্রুটিপূর্ণ  লিস্ট বলেও তার অভিমত। 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code