ভুয়ো IAS দেবাঞ্জনের দেহরক্ষী-রাজভবন যোগ, ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূলের
কিছুদিন ধরে ভুয়ো আইএএস কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধী দল বিজেপি বারে বারে ভুয়ো আইএএস নিয়ে তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। দেবাঞ্জন কাণ্ডের পর আরো দু-একটা ঘটনা সামনে আসার কথা শোনা যাচ্ছে।
এর মাঝেই ভুয়ো আইএএস দেবাঞ্জনকাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। ভুয়ো আইএএস (Fake IAS) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) দেহরক্ষী অরবিন্দ বৈদ্যের রাজভবন যোগের অভিযোগে সরব হল তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন সাংবাদিক বৈঠক করে, একটি ছবি দেখিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের (Sukhendu Sekhar Roy) দাবি, ওই দেহরক্ষীর মাধ্যমে বিশেষ ব্যক্তিদের কাছে খাম ও উপহার পাঠানো হত। এনিয়ে তদন্ত চেয়েছে তৃণমূল। তবে রাজ্যপাল বা রাজভবনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সংঘাতের সুর চড়িয়ে সুখেন্দু শেখর রায় একটি ছবি সামনে আনলেন। এই ছবি প্রকাশ্যে এনে তৃণমূল সাংসদের দাবি, রাজভবনে (Raj Bhavan) রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) ঠিক পিছনেই যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি ভুয়ো আইএএস অফিসারের ব্যক্তিগত দেহরক্ষী অরবিন্দ বৈদ্য (Arabinda Baidya)।
তৃণমূলের প্রকাশ করা দুটি ছবিতে দাবি একটিতে দেবাঞ্জনের সঙ্গে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে অরবিন্দ বৈদ্য। আর অন্য একটি ছবি, রাজভবনে রাজ্যপালের (Governor) ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন দেবাঞ্জনের সেই দেহরক্ষী। পাল্টা এই ইস্যুতে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊