স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহারে অভিযোগে শোকজ বাঁকুড়ার তিন বেসরকারী হসপিটাল




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া


স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহারে বাঁকুড়ার তিনটি বেসরকারী হাসপাতালকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য দফতর । পশ্চিমমেদিনীপুরের গোয়ালতোড়ের মানিকদীপা গ্রামের এক উপভোক্তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন রাজ্য স্বাস্থ্য দফতর এবং তারপর ঘটে এই শোকজের ঘটনা । এই শোকজের তালিকায় রয়েছে সোনামুখীর দুই হসপিটাল তথা বিজয়কৃষ্ণ নার্সিংহোম এবং গ্লোকাল হসপিটাল ।অপর দিকে ওন্দার এক হসপিটাল আনন্দময়ী নার্সিংহোম।


জানাযায়, জেলার বেশকিছু এলাকা থেকে ওই তিনটি হসপিটালে রোগীদের টাকা দেওয়ার টোপ দেখিয়ে সুস্থ্য মানুষের সাধারণ সর্দি-হলেও ভর্তি করে দেওয়া হত হসপিটালগুলিতে।এবং তাদেরকে 10-15দিন পর্যন্ত ভর্তি রেখে স্বাস্থ্যসাথী কার্ড থেকে 50থেকে 70হাজার টাকা পর্যন্ত বিল কেটে নেওয়া হত ।এবং সেই টাকা থেকে রোগীদের হসপিটালে আসা ও বাড়ি ফেরার খরচাবাবদ 10হাজার টাকা দেওয়া হত । এভাবে টাকা হাতে পাওয়ায় হসপিটাল গুলিতে স্বাস্থ্যসাথী কার্ড সম্পন্ন রোগীর সংখ্যাও বাড়তে থাকে । এবং দেদার লাভের মুখ দেখে বেসরকারী ওই হসপিটাল তিনটি ।


এ প্রসঙ্গে সোনামুখী বিজয়কৃষ্ণ নার্সিং হোমের ম্যানেজার কাঞ্চন পাল বলেন, সরকারী নির্দেশে অনির্দিষ্ট কালের জন্য আমাদের নার্সিং হোমে রোগী ভর্তি বন্ধ থাকছে। তবে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে তারা কোন জালিয়াতি করেননি বলে দাবি করেন। একই সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের শোকজের জবাব তারা দিয়েছেন বলে দাবি করেন।


অপরদিকে গ্লোকাল হাসপাতালের আর.এম.ও প্রীতম দেবনাথ বলেন, সরকারী নির্দেশে আপাতত স্বাস্থ্য সাথী কার্ডে রোগী ভর্তি বন্ধ থাকলেও 'ক্যাশ পেমেন্টে' চিকিৎসা পরিষেবা চালু থাকবে। কি কারণে শোকজ করা হয়েছে, তা তার জানা নেই। তবে শোকজের জবাব দেওয়া হয়েছে বলে তিনি জানান।