Latest News

6/recent/ticker-posts

Ad Code

অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে ময়নার বিডিও অফিসে ডেপুটেশন

অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে ময়নার বিডিও অফিসে ডেপুটেশন





কেন্দ্রীয় বিজেপি সরকারের সর্বনাশা কৃষি ও কৃষক স্বার্থবিরোধী কালা কৃষি আইন ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে আজ অল ইন্ডিয়া কিষান মজদুর সংগঠন ময়নার বিডিও অফিসের সামনে ধর্না ও অবস্থান কর্মসূচি পালন করছে। 


উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কৃষক-মজুর সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সহ-সভাপতি বিবেক রায়, ময়না ব্লক কমিটি অমল কুইলি, স্বপন মাইতি, অসিত পাল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। দেশজুড়ে নানা রাজ্যে পাঁচশত কৃষক সংগঠন মুক্ত মঞ্চের অবস্থান -ধরনা - ডেপুটেশন- কালা দিবস প্রভৃতি কর্মসূচি মতো পশ্চিমবঙ্গেও অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠন ১১ থেকে ১৮ জুলাই পর্যন্ত কৃষাণ প্রতিরোধ সপ্তাহ পালন করছে। তারই অঙ্গ হিসেবে আজ ময়নার বিডিও অফিসে সংগঠনের পক্ষ থেকে অবস্থান, ধরনা ও স্মারকলিপি প্রদান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 


 কেন্দ্রীয় সরকারের কৃষক আইন ও বিদ্যুৎ বাতিলের দাবি সহ ধান ,পাট, বাদাম সহ সমস্ত কৃষিপণ্যের ন্যায্যমূল্য ,জব কার্ড হোল্ডার এর কাজ, বিনামূল্যে রেশন অন্যান্য স্থানীয় দাবি যুক্ত করে সাতদিন পথসভা গ্রাম বৈঠক অবস্থান রাজ্যের সর্বত্র বিডি অফিসে ডেপুটেশন ইত্যাদি কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ সপ্তাহ চলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code