পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করলো বিজেপি (BJP)


BJP


অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: রাজ্য জুড়ে যখন ২১ শে জুলাইয়ে শহীদ দিবস পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঠিক তার পাল্টা এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো হাওড়াতেও পালিত হলো বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও কর্মসূচি (Save West Bengal, Save Democracy)

মূলত বিজেপি কর্মীদের উপর ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ। ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো সহ একাধিক দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। আর তারই অঙ্গ হিসাবে বুধবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হাওড়া ময়দান সংলগ্ন পঞ্চানন তলা রোডে বিজেপি হাওড়া জেলা সদর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করলো বিজেপি কর্মী সমর্থকরা।

এই কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর ভোট পরবর্তী হামলার বিরুদ্ধে সরব হয় বিজেপি নেতৃত্ব। আর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুরজিৎ সাহা সহ বহু বিজেপি নেতা ও কর্মী সমর্থক।