এবছরেও বন্ধ সর্ব্বমঙ্গলা মন্দিরের বিপদ তারিণী পুজো
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:
করোনার কারনে এবছরও বন্ধ রাখা হচ্ছে বর্ধমান সর্ব্বমঙ্গলা মন্দিরের বিপদ তারিনি পূজা। করোনার কারনে ২০২০ শালে বন্ধ রাখা হয়েছিলো বর্ধমানের অধিষ্ঠিত মন্দির মা সর্ব্বমঙ্গলা মন্দিরের বিপদ তারিণী পূজো।নির্বাচনের সময় মন্দির খোলা থাকলেও পূণার্থী প্রবেশ করা হতো অল্প সংখ্যক।
বর্তমানে চলছে রাজ্য সরকারের ডাকা বিধি নিষেধ। এর মধ্যেও মন্দিরে পূজো দেবার জন্য পূণার্থী প্রবেশে বাধা নিষেধ থাকলেও শনিবার বিপদ তারিণী পূজোর কারনে বন্ধ রাখা হবে মন্দিরের প্রধান ফটক। গত মঙ্গলবারেও বন্ধ ছিল ফটক।
বিপদ তারিণী পূজো উপলক্ষে বর্ধমানের মা সর্ব্বমঙ্গলা মন্দিরে কয়েক লক্ষ পূণার্থীর ভীর হয়। এর ফলে করোনা সংক্রমণের সংখ্যা বারতে পারে সেই কারনেই শনিবার বিপদ তারিণী পূজোর দিন বন্ধ রাখা হবে মন্দিরের প্রধান ফটক বললেন মন্দিরের পুরোহিত অরুন ভট্টাচার্য।
তবে মা সর্ব্বমঙ্গলা মন্দির বন্ধ থাকলেও পূর্ণাথী দের জমায়েত হতে পারে এই আশায় পূজোর ডালি সাজিয়ে রাখতে ফল কাটার কাজ শুরু করেছে মন্দির চত্বরে ব্যবসায়ীরা।
এবছরেও বন্ধ থাকছে মা সর্ব্বমঙ্গলা মন্দিরের বিপদ তারিণী পুজো
Posted by Sangbad Ekalavya on Wednesday, July 14, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊