Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিবেশ ও সবুজ রক্ষায় ময়না থানা

পরিবেশ ও সবুজ রক্ষায় ময়না থানা




সুজিত মন্ডল,ময়না পূর্ব মেদিনীপুর


ময়না সবুজ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে পরিবেশ ও সবুজ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করতে ময়না থানা থেকে আজ অরণ্য সপ্তাহ উদযাপন শুরু করা হলো। ময়না থানার ওসি গোপাল পাঠক এর হাত ধরে একটি গাছ লাগানোর মধ্য দিয়ে এই শুভ সূচনা করা হয়।অন্যান্য পুলিশ আধিকারিকরা এই কাজে হাত লাগান।


14 ই জুলাই থেকে রাজ্য জুড়ে শুরু হয় অরণ্য সপ্তাহ।এই উপলক্ষে ময়না সবুজ বাচাও মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গাছ লাগানো শুরু হয়। এমনিতেই ময়নার সবুজ বাচাও মঞ্চের সারা বছরই বৃক্ষরোপণের বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।আশপাশের এলাকার নতুন গাছ লাগানোর উদ্যোগ নেয়।


 
ময়নার বৃক্ষ মিত্র দিলীপ কুমার পাত্র বলেন,সবুজ সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য।

ময়না সবুজ বাঁচাও কমিটির অরণ‍্য সপ্তাহ উদযাপন

Posted by Sangbad Ekalavya on Wednesday, July 14, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code