কলকাতাকে টপকে সেঞ্চুরি উত্তরবঙ্গে
![]() |
petrol pump |
বিশ্বজিৎ দাসঃ
জ্বালানি মূল্য মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে প্রায় প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবারই ২৫ টাকা বেড়েছে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম; আর সেই সঙ্গে করোনা আবহে বেড়েই চলেছে জ্বালানি মূল্য। সবমিলিয়ে দিশেহারা পরিস্থিতি আমজনতার।
কলকাতার আগেই উত্তরবঙ্গের (north bengal) একাধিক শহরে সেঞ্চুরি হাঁকাল পেট্রলের দাম। কলকাতায় (kolkata) সেঞ্চুরি হাঁকানোর পথে পেট্রলের (petrol) দাম।
পেট্রলের দাম বাংলার রাজধানীর আগেই উত্তরবঙ্গের একাধিক জেলায় একশোর গণ্ডি পেরিয়ে গেল । পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর গত ৪ মে থেকে লাগাতার চড়ছে জ্বালানির দাম। তাতেও কোনও হেলদোল নেই কেন্দ্রের। বড়মাপের প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না বিরোধী দলগুলিকেও।
আর সেই সুযোগেই যেন লাগামছাড়া পেট্রল-ডিজেলের মূল্য। কলকাতায় বর্তমানে একলিটার পেট্রলের দাম ৯৯.১০ টাকা। লিটারপ্রতি ডিজেলের জন্য খরচ ৯২.০৮ টাকা। পেট্রলের দাম সেঞ্চুরি পেরনো যে শুধু সময়ের অপেক্ষা, তা বলাই বাহুল্য। শহরবাসী যখন উদ্বেগের প্রহর গুনছে, তখন দার্জিলিং, আলিপুরদুয়ারে একশো টপকে গেল পেট্রলমূল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কোচবিহারে হিন্দুস্থান পেট্রোলিয়ামের পাম্পে লিটারপিছু পেট্রলের দাম ১০০.০৯ টাকা। ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়ামের পাম্পে আবার এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে যথাক্রমে ১০০.২২ ও ১০০.০৭ টাকায়। আলিপুরদুয়ারে লিটারপছু ১০০.১০ টাকায় পাওয়া যাচ্ছে পেট্রল।
দার্জিলিংয়ে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০.০৮ টাকা।
তেল সংস্থার তরফে জানা যাচ্ছে, হলদিয়ার শোধনাগারকে মূল কেন্দ্র ধরে তার থেকে যত দূরে তেল বয়ে নিয়ে যেতে হয়, সেই অনুযায়ী পরিবহণ খরচ বৃদ্ধি পায়। ফলে নিয়ম মেনেই দূরের এলাকায় দাম কিছুটা বেশি হয়।
২০১৪ তে কেন্দ্রে মোদী সরকার আসবার পর দিল্লীতে পেট্রলের দাম ছিলো ৭১ টাকা ৫১ পয়সা এবং ডিসেলের দাম ছিলো ৫৭ টাকা ২৮ পয়সা। আসুন দেখে নেই ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত দিল্লী এবং কলকাতায় পেট্রোলের দাম। (সূত্রঃ dna india, ndtv, zee news)
Year |
Delhi |
Kolkata |
2014 January |
79.36 |
80.11 |
2015 January |
66.64 |
66.36 |
2016 January |
65.12 |
66.40 |
2017 January |
73.66 |
77.46 |
2018 January |
72.72 |
77.87 |
2019 January |
74.86 |
77.54 |
2020 January |
71.26 |
73.30 |
2021 July |
99.16 |
99.04 |
- petrol prices
- Petrol Prices Under Modi government
- Narendra Modi
- petrol
- Petrol Price
- diesel price
- fuel price
1 মন্তব্যসমূহ
Very nice
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊