গীটারে সুর তুললেন পরমব্রত, নিমেষেই ভাইরাল ভিডিও
অভিনেতা, প্রযোজক, পরিচালক সবেতেই তাঁর অনায়াস বিচরণ। সঞ্চালনাও বেশ, সব ভাষায় পারদর্শী। প্রচুর তরুণীর হৃদয়ের কাছে থাকা পুরুষ পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এবার গীটারিস্ট হতেও দেখা গেল তাঁকে।
হোটেলের ঘরে জানলার ধারে বসে সম্প্রতি সুর ধরলেন পরমব্রত। আর তা ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখলেন হোটেল রুম ব্লুজ। মুহূর্তে ভাইরাল ভিডিও। এই মুহূর্তে যথেষ্ট সাফল্যের শিখরে রয়েছে পরমব্রত।
সদ্য় পাহাড়ে 'জতুগৃহ' ছবির শুটিং করেছেন তিনি। ষাটোর্ধ পরমব্রতকে দেখতে পাবেন দর্শক।প্রস্থেটিক মেকআপে অভিনেতার বয়স বাড়বে। লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন পরিচলক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊