#WBBSEResult2021 মাধ্যমিকে ৬৯৭ পেয়ে কি বলছে সোহমিতা !
বহু প্রতিক্ষিত মাধ্যমিক এর ফলাফল প্রকাশিত হল আজ।
৭০০ এর মধ্যে ৬৯৭-রেকর্ড ফলাফল মাধ্যমিকে। পাশের হার ১০০ শতাংশ।
মাধ্যমিকের ফলাফলে রেকর্ড গড়লো রাজ্য। ৭৯ জন পেয়েছে ৬৯৭। নজিরবিহীন এই ফলাফল। এর আগে কোনদিন এমন ফল হয়নি।
জলপাইগুড়িতে খোঁজ মিললো ৬৯৭ নাম্বার প্রাপকের। জলপাইগুড়ির আশালতা বসু বিদ্যালয়ের সোহমিতা ঘোষাল পেয়েছে ৬৯৭। যে ৭৯ জন এবছর ৬৯৭ পেয়েছে তাদের একজন সোহমিতা। আরও পড়ুনঃ Exam Result Website Link 2021: দেখেনিন আপনার ফলাফল
সোহমিতার বাবা সমুদ্র ঘোষাল সোনাউল্লা উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং পারমিতা ঘোষাল বেগম ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা।
সোহমিতার ইচ্ছা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশুনার।
Tag:
#WBBSEResult2021 #WestBengalMadhyamikResult2021 #WBclass10result #MadhyamikParikshaResult #BoardExamResult #WBBSEClass10Result
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊