Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলম সাহেব অস্ত্রের আঁতুড়ঘর বানাচ্ছে গিতালদহে-বিস্ফোরক আবুয়াল আজাদ

আলম সাহেব অস্ত্রের আঁতুড়ঘর বানাচ্ছে গিতালদহে-বিস্ফোরক আবুয়াল আজাদ

abual azad nur alom



তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে জেরবার দিনহাটা- আলম সাহেব অস্ত্রের আঁতুড়ঘর বানাচ্ছে গিতালদহে-বিস্ফোরক আবুয়াল আজাদ

গতকাল থেকে উত্তপ্ত দিনহাটার গিতালদহ। এক তৃনমূল কংগ্রেস কর্মী গুলি লেগে আহত হয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি হন। আহত ওই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম সাহেব মিয়া। তার পায়ে গুলি লেগেছে।

তৃণমূল নেতা নূর আলম হুসেনের অভিযোগ গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু আল আজাদ নেতৃত্বে গুলি চালনো হয়েছে।

কিন্তু অপরদিকে আবুয়াল আজাদ জানান- আলম সাহেব অস্ত্রের আঁতুড়ঘর বানাচ্ছে গিতালদহে। পঞ্চায়েত দখলের খেলায় মেতেছে। ইতিমধ্যে গীতালদহ ২ নং অঞ্চল দখল করেছে, এখন ১ নং অঞ্চল দখলের চেষ্টায় আমাকে মিথ্যা কেসে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে।

প্রসঙ্গত গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু আল আজাদ ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া এই দুজনের মধ্যে বাদানুবাদ রয়েছে  দীর্ঘদিন থেকেই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code