সুন্দরী খলনায়িকার রূপের যাদুতে পুড়ছে নেটপাড়া
আর পাঁচজন চিত্রনায়িকার স্বপ্ন দেখা মেয়ের মতনই মডেলিং ও বিজ্ঞাপনের কাজ দিয়েই যাত্রা শুরু করেছিলেন ইন্দ্রাক্ষী- ইন্দ্রাক্ষী দে। অভিনয় জীবনের শুরুটে একের পর এক 'খল নায়িকার' চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এমন বোল্ড ফিগারের খলনায়িকা বর্তমানে ট্রেন্ডিং।
বাংলা ধারাবাহিকের জনপ্রিয় ভিলেনদের মধ্যে এই মুহূর্তে অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে (Indrakshi Dey) ওরফে 'যমুনা ঢাকি' (Jamuna Dhaki)টপ লিস্টে রয়েছেন। নিজের অভিনয় দক্ষতায় দর্শক মনে জায়গা করে নিয়েছেন ইন্দ্রাক্ষী।
আগাগোড়া বোল্ড লুকের ছবি স্যোসাল মিডিয়ায় পোস্ট করেন ইন্দ্রাক্ষী। তবে সম্প্রতি কিছু বিকিনি পড়া ছবি নেট পাড়ায় আহুন জ্বালিয়েছে।
কখনো লেমন ইয়লো বিকিনি পরা ছবিতে নেট পাড়ার উষ্ণতার পারদ ছড়াচ্ছে তো কখনো প্রিন্টেট বিকিনিতে স্যুইমিং পুলে তাঁর ছবি ও ভিডিয়ো দেখে ক্রমশই বাড়ছে অনুরাগীদের সংখ্যা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊