বলিউডে নায়ক-নায়িকার আর্থিক ফারাক হাস্যকর, প্রশ্ন তুলে অনেক কাজ হারিয়েছেন: VOGUE কভার গার্ল সোনম কাপুর
বলিউডের একমাত্র ফ্যাশনিস্তা সোনম কাপুর (Sonam Kapur) VOGUE পত্রিকার জুলাই মাসের কভার গার্ল। অনবদ্য লুকে VOGUE পত্রিকার কভারে দেখা যাবে তাঁকে।
VOGUE এর এই শুটিংয়ের জন্য সুন্দরী, বুদ্ধিমতী, ফ্যাশনিস্তা সোনম কাপুরকে তাঁর ক্যামেরায় মেলে ধরেছেন ফটোগ্রাফার মারিয়ানো ভিভাঙ্কো। বছরের পর বছর দশটির বেশি VOGUE কভার পেজে স্থান করে নিয়েছেন তিনি।
সোনম কাপুর। জানালেন, ফ্যাশনের সঙ্গে তাঁর সম্পর্কও বদলাচ্ছে। আগে তিনি ট্রেন্ডি পোশাক তুলে নিতেন। এখন ক্রমশই ক্লাসিকের দিকে ঝুঁকেছেন সোনম।
নীল পোশাকে সোনমের শরীরের 'কার্ভস' স্পষ্ট। জলের নিচের দুনিয়াকে থিম হিসাবে তুলে আনা হয়েছে এই স্লিটেড Versace গাউনে।
সোনম জানায়, হৃদয় থেকে তিনি ভারতীয়। লন্ডনকে ভালোবাসলেও দেশে ফেরার কথা উঠলেই নিজের অন্তরাত্মাকে ফিরে পান তিনি। তিনি বলেন,আমি আমার পরিবার, আত্মীয়,বন্ধু সবাইকে মিস করি।
সোনম এই সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডে নায়ক এবং নায়িকাদের মধ্যে আর্থিক ফারাক এতটা করা হয়, যা হাস্যকর। সেদিকে আঙুল তোলায় তিনি প্রচুর কাজ হারিয়েছেন। তাই লন্ডনে ফ্যাশন ব্র্যান্ড গড়ে তিনি খুশি এবং ইশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে সাফল্যের সঙ্গে এই কাজটি তিনি ও তাঁর স্বামী আনন্দ আহুজা করতে পেরেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊