স্বস্তি রাজ্যের, উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের
উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তি রাজ্যের। চাকরিপ্রার্থীদের দায়ের করা মামলার শুনানি ছিল আজ। সেই শুনানিতে আজ প্রাথমিক নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। এর আগে কমিশনকে তোপ দেগে প্রাথমিক নিয়োগ মামলায় নম্বর সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় আদালত। সেই মতো তালিকা প্রকাশ করে কমিশন। শুনানিতে হাইকোর্ট জানিয়েছে, তালিকা প্রকাশের ক্ষেত্রে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট হাইকোর্ট।
আদালত জানিয়েছে, তালিকা প্রকাশের পরে অভিযোগ থাকলে পদক্ষেপ নেবে এসএসসি। অভিযোগ থাকলে তা জানাতে হবে এসএসসির কাছে। অভিযোগ খতিয়ে দেখতে হবে সচিব পর্যায়ের আধিকারিককে। আবেদনকারীকে ডেকে শুনানি করে সিদ্ধান্ত নেবে এসএসসি। এরপরেও সমস্যার সমাধান না হলে আদালতে যেতে পারবে অভিযোগকারী এমনটাই জানানো হয়েছে।
হাইকোর্ট জানিয়েছে, কোনও অভিযোগ থাকলে ২ সপ্তাহের মধ্যে তা দায়ের করতে হবে। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ২০১৬ থেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের ৫ বছর ছাড়ের পরামর্শ দিয়েছে আদালত। অযোগ্যরা যদি কমিশনের কাছে অভিযোগ করেন, তাহলে জরিমানা করতে পারেন।
উচ্চ প্রাথমিকে নিয়োগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো কমিশনের তরফে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার পর একগুচ্ছ অভিযোগ নিয়ে সরব হয় একদল প্রার্থী । অস্বচ্ছতার অভিযোগের পাশাপাশি লিস্টে নম্বর দেওয়া হয়নি তা নিয়েও অভিযোগ ছিল। এরপর আদালতের তরফে নম্বর সহ ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার নির্দেশ দেয় আদালত। সেই মতো কমিশন নম্বর সহ লিস্ট প্রকাশ করে কমিশন। আর সেই তালিকা প্রকাশে সন্তুষ্ট আদালত। ফলে এবার স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের।
যদিও এদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে নম্বর সহ তালিকা প্রকাশের পর এক গুচ্ছ অভিযোগে সরব হচ্ছেন প্রার্থীরা।
2 মন্তব্যসমূহ
Very good News for many aspirants
উত্তরমুছুনlatest news.
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊