বাংলায় বাঙালিদের চাকরির দাবীতে বিক্ষোভ
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :
বাংলায় বাঙালিদের চাকরির দাবিতে বর্ধমান পাওয়ার হাউস ডাব্লু বি এস ই ডি সি এল অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ সামিল হলেন বাঙালি পক্ষ ।
রাজ্যসরকারি সংস্থায় এবছরে ৪১ টি চাকরির মধ্যে ৩৫ টি দেওয়া হয়েছে ভিন রাজ্যের ছেলে মেয়েদের।অন্যান্য রাজ্যে সরকারী এবং বেসরকারী চাকরীর ক্ষেত্রে নিজের রাজ্যের ভাষার উপর একটি পরিক্ষা হয়। এবং নিজের রাজ্যের ভাষায় পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই থাকে চাকরির সম্ভাবনা।
শুধু পশ্চিম বাংলার ক্ষেত্রে ব্যাতিক্রম।পশ্চিম বাংলায় গত তিন চার বছর ধরে বহিরাগত আমলা এবং স্থানীয় দালালদের যোগ সাজসে লক্ষ লক্ষ চাকরি বহিরাগতদের বিলিয়ে দেওয়া হয়েছে।এমনটাই বললেন বাংলা পক্ষের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।
WBSEDCL -র সামনে বাংলায় বাঙালিদের চাকরির দাবিতে বিক্ষোভ
Posted by Sangbad Ekalavya on Thursday, July 15, 2021
0 মন্তব্যসমূহ
thanks