বছর বছর হবে প্রাথমিক TET, SSC : শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু




বছর বছর হবে প্রাথমিক টেট ও এসএসসি, এমনই ঘোষনা দিলেন রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। রাজ‍্যে এসএসসি নিয়ে দফায় দফায় দীর্ঘ টালবাহানার পর গতকাল জট কেটেছে এসএসসি-র। এরপরেই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে জোর দিচ্ছে রাজ‍্য । আজ শনিবার, আপার প্রাইমারি নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন ব্রাত‍্য বসু।




এদিন, তিনি বলেন,'মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে প্রতি বছর আমার চেষ্টা করব প্রাথমিক টেট ও এসএসসি নিতে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ থাকবে।'






এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) আরো বলেন,'শিক্ষক নিয়োগ সংক্রান্ত পদ্ধতি জানিয়ে দেবে এসএসি কর্তৃপক্ষ।' তিনি বলেন, 'লক্ষ লক্ষ চাকরি দিতে চান মুখ্যমন্ত্রী। অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে মামলা হয়েছে। যদি এটাকে আটকে দেওয়া যায়। একটু যদি শ্লথ করে দেওয়া হয় গতিকে।'