Latest News

6/recent/ticker-posts

Ad Code

EURO CUP 2021: স্পেনকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে ইতালি

EURO CUP 2021: স্পেনকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে ইতালি





স্পেনকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে ইতালি। ইউরো কাপে প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালি ও স্পেনের হাড্ডাহাড্ডি লড়াই ১-১ স্কোরলাইনে শেষ হয় খেলা। ফলে ম‍্যাচের বিজয়ী নির্ণয় করতে টাইব্রেকারে পৌঁছায় ম‍্যাচ। টাইব্রেকারে ৪-২ গোলে স্পেনকে পরাজিত ক‍রে ইতালি। আর এই জয়ের সাথে সাথেই ইউরো কাপের ফাইনালে পৌঁছালো ইতালি। 



টাইব্রেকারে প্রথম শট নিতে যান ইতালির ম্যানুয়েল লোকাতেল্লি কিন্তু গোল করতে ব‍্যর্থ হন তিনি। সেই সুযোগকে হাত ছাড়া করে ব্যর্থ হন স্পেনের দানি ওলমো। প্রথম শটটি বাইরে মারেন তিনি। যদিও এরপর ইতালির আর কেউ ব্যর্থ হননি। একে একে গোল করেন আন্দ্রেয়া বেলোত্তি, লিওনার্দো বোনুচ্চি, ফেদেরিকো বের্নারদেস্কি। স্পেনের হয়ে নেওয়া দ্বিতীয় ও তৃতীয় শটে গোল করেন যথাক্রমে জেরার্দ মোরেনো ও থিয়াগো আলকান্তারা। আশাভঙ্গ করেন চতুর্থ শট নিতে আশা মোরাতা। এরপর ইতালির হয়ে শেষ গোল করেন জর্জিনিয়ো। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তিনি।




এদিন দুদলেই লড়াই চালাতে চালাতে ৬০ মিনিটের মাথায় প্রথম গোল করে ইতালি। পিছিয়ে পড়লে ফেররান তোরেসকে বসিয়ে মোরাতাকে নামান স্পেনের কোচ। এরপর গোল শোধ করে স্পেনও। তবে শেষ অবধি ম‍্যাচের ভাগ‍্য গড়ায় টাইব্রেকারে। ২ ফলাফলে ফাইনালের টিকিট ওঠে ইতালির হাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code