Dilip Kumar Passes Away: প্রয়াত ট্র্যাজিক কিং দিলীপ কুমার
প্রয়াত ট্র্যাজিক কিং অভিনেতা দিলীপ কুমার৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর৷
ইউসুফ খান থেকে দিলীপ কুমার-এক দীর্ঘ যাত্রাপথ। পেশোয়ার থেকে বম্বে চলে আসা এই তরুণ যুবক নজরে পড়লেন বম্বে টকিসের কর্ণধার দেবিকা রানীর। জীবন নিলো এক অন্য মোড়- নতুন নাম পেলেন দিলীপ কুমার। শুরু হল ভারতীয় সিনেমার নতুন অধ্যায়। তার প্রয়ানে ভারতীয় চলচিত্রের এক ইতিহাসের সমাপ্তি ঘটলো।
বেশ কিছু দিন থেকে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল৷
প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর দেন তাঁর চিকিৎসক তথা পালমোনোলজিস্ট ডাক্তার জলিল পারকার৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊