করোনা আবহে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ধূপগুড়ির নতুন দিশা স্বেচ্ছাসেবী সংগঠন
ধূপগুড়ি,জয়ন্ত বর্মন:
করোনা পরিস্থিতিতে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কখনো করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া আবার কখনো করোনা আক্রান্ত পরিবারের হাতে খাবার তুলে দেওয়া। কখনো বা দুঃস্থ অসহায়দের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া। সরকারি উদ্যোগের পাশাপাশি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে এই সমস্ত কাজে এগিয়ে আসতে দেখা গেছে। বর্তমানেও বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন একই কিভাবে কাজ করে চলেছে।
ধূপগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে দুঃস্থ মানুষ ও যাযাবরদের দুপুরের খাবার ও তার সাথে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করে নতুন দিশা ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
এদিন ধূপগুড়ি স্টেশেন যাযাবরদের ও ধূপগুড়ি বাস টার্মিনাসে প্রায় ২০০ মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, মাংস,পাপড়। স্বাভাবিকভাবেই এই প্রখর রোদে এধরনের খাবার পেয়ে আপ্লুত তারা।
এদিন ধূপগুড়ি বাস টার্মিনাসে সংগঠনের সদস্য, সদস্যারা ছাড়াও উপস্থিত ছিলেন ধুপগুড়ি পৌরসভার উপ পৌরপিতা। তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের এহেন উদ্যোগের জন্য সাধুবাদ জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊