কোপা আমেরিকার সেমি ফাইনাল পেরু, ব্রাজিল, কলম্বিয়া ও আর্জেন্তিনা, জানুন সূচী
কোপা আমেরিকার (Copa America) সেমি ফাইনালে আগেই পৌঁছেছে পেরু ও ব্রাজিল। শেষ দু'টি কোয়ার্টার ফাইনালে জিতে কোপার শেষ চারের টিকিট নিশ্চিত করে কলম্বিয়া ও আর্জেন্তিনা। পেরু (Peru), ব্রাজিল (Brasil), কলম্বিয়া (Colombia) ও আর্জেন্তিনার (Argentina) হাই ভোল্টেজ কোপা আমেরিকা সেমি ফাইনাল। সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে পেরুর। আর্জেন্তিনা শেষ চারের লড়াইয়ে নামবে কলম্বিয়ার বিরুদ্ধে।
সূচী:
প্রথম সেমিফাইনাল:
ব্রাজিল বনাম পেরু
ভ্যেনু: অলিম্পিক স্টেডিয়াম (রিও)
খেলার তারিখ: ৬ জুলাই, মঙ্গলবার
খেলার সময়: ভোর ৪টা ৩০ মিনিটে।
দ্বিতীয় সেমিফাইনাল:
আর্জেন্তিনা বনাম কলম্বিয়া
ভ্যেনু: মানে গারিঞ্চা (ব্রাসিলিয়া)
খেলার তারিখ: ৭ জুলাই, বুধবার
খেলার সময়: সকাল ৬টা ৩০ মিনিটে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊