Latest News

6/recent/ticker-posts

Ad Code

JEE Main 2021 তৃতীয় ও চতুর্থ দফার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র

JEE Main 2021 তৃতীয় ও চতুর্থ দফার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র

Student, CBSE




JEE Main 2021 তৃতীয় ও চতুর্থ দফার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল JEE Main 2021 তৃতীয় ও চতুর্থ দফার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে। তৃতীয় দফার পরীক্ষা ২০-২৫ জুলাই অন্যদিকে, চতুর্থ দফার পরীক্ষা নেওয়া হবে ২৭ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে। মেরিট লিস্ট প্রকাশ করা হবে ৯ অগাস্ট।


পাশাপাশি আরও জানানো হয়েছে যদি কোনও পরীক্ষার্থী তাঁর কেন্দ্র বদলাতে চান তবে তাঁকে অফিশিয়াল ওয়েবসাইট nta.ac.in or jeemain.nta.nic.in -এ গিয়ে করতে পারেন। ৮ জুলাই পর্যন্ত সব ধরনের আবেদনের জন্য সাইট খোলা থাকবে এমনটাই জানানো হয়েছে।


ন্যাশনাল টেস্টিং এজেন্সির তথ্য অনুযায়ী, এপ্রিলের পরীক্ষার জন্য ইতিমধ্যেই ৬.৮০ লাখ পরীক্ষার্থী তাদের নাম নথিভূক্ত করেছেন। মে সেশনের জন্য নাম লিখিয়েছেন ৬.০৯ লাখ পরীক্ষার্থী। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী তৃতীয় দফার পরীক্ষা ২০-২৫ জুলাই অন্যদিকে, চতুর্থ দফার পরীক্ষা নেওয়া হবে ২৭ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে। মেরিট লিস্ট প্রকাশ করা হবে ৯ অগাস্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code