Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rath Yatra 2021: করোনা কাল-এবারও উড়িষ্যার পথে ঘুরবে না রথের চাকা!

Sangbad Ekalavya Online Bengali News Portal

করোনা কাল-এবারও উড়িষ্যার পথে ঘুরবে না রথের চাকা!

puri rath
puri rath nirman



জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভারত, বাংলাদেশ-সহ বিশ্বের অনেক দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালন করা হয়। রথে থাকেন জগন্নাথ-বলরাম-সুভদ্রার খর্বাকৃতি মূর্তি। ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ চিত্তে রথের দড়িতে টান দিয়ে রথকে এগিয়ে নিয়ে যান।

শাস্ত্রে আছে ‘রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে।’ রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি ধরে রথ টানা মহাপুণ্য কর্ম বলে সনাতন ধর্মে স্বীকৃতি লাভ করেছে।

করোনার দ্বিতীয় ঢেউ কমতির দিকে এলেও কোনও ঝুঁকি নেওয়া হল না এবারও। পুরীর জগন্নাথ মন্দিরের বাইরেও ওডিশা জুড়ে রথাযাত্রা আয়োজনের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিছু সংগঠন। কিন্তু না করে দিয়েছে শীর্ষ আদালত। তবে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার অনুমতি মিলেছে।


করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাতেই দেশের শীর্ষ আদালাতের রায়ে এবারও ওডিশায় রথে আগের মত জমজমাট হওযার সুযোগ থাকছে না।


Supreme Court rejects petitions seeking direction to permit Rath Yatra in many other parts or cities of the Odisha, and not only in Puri Jagannath temple as allowed by Odisha Govt-ANI

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code