সেলেব্রিটি ফটোগ্রাফার Dabbo Ratnani-র অ্যালবাম প্রকাশ মানেই একের পর এক বোমা ফাটানো সেলিব্রিটির ছবি। এবারেরও তাঁর ব্যতিক্রম হল না। এর আগে Dabbo Ratnani-র ক্যামেরায় ভাইরাল হয়েছিলেন সানি লিওন আর এবার জ্যাকলিন (Jacqueline Fernandez)।
Dabbo Ratnani-র ক্যামেরার জাদুতে পুরুষ হৃদয়ে ঝড় তুলল জ্যাকলিন ফার্নান্ডেজ। একদম বোল্ড লুকে ধরা দিলেন জ্যাকলিন। ডাব্বু সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ো... অন্যরা যখন স্বপ্ন দেখায় মশগুল, তখন তুমি সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার চেষ্টায় লেগে পড়ো।সুন্দরী জ্যাকি...’
এক চিলতে সাদা কাপড় নিজের শরীর ঢাকার আবরণ হিসেবে ব্যবহার করেছেন জ্যাকলিন। সাদা বেডশিট জড়িয়ে মোহময়ী চাহনিতে চেয়ে রয়েছেন জ্যাকলিন। খোলা চুল, মোহময়ী চাহনি, বক্ষ থেকে পেট নিচ পর্যন্ত একটা সাদা বেডশিট। তাঁর মোহে ইতিমধ্যে ঝড় উঠেছে নেট পাড়া। লক্ষ লক্ষ লাইক, কমেন্টে ভরে গেছে পোস্টটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊