ছেলের কিডনির সমস্যা, প্রতিস্থাপনের অর্থ যোগাতে হিমশিম পরিবার





মধুসূদন রায়, ময়নাগুড়িঃ 



জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি স্কুলপাড়ার বাসিন্দা বছর ২৬ এর বাপি বসাক । পরিবারে চার বছরের একমাত্র শিশু কন্যা সহ বৃদ্ধ বাবা, মা ও স্ত্রীকে নিয়ে মোট পাঁচ জনের সংসার তার । পরিবার সূত্রে জানা যায়, বাপি পেশায় রং মিস্ত্রি , কাজ করে যা অর্থ উপার্জন হয় তা দিয়েই কোনরকম সংসার চালান তিনি । অপরদিকে গত দু'মাস আগে বাপির জন্ডিস ধরা পড়ে । একটি বেসরকারি নার্সিংহোমে পরীক্ষা নিরীক্ষার পর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে বলে জানতে পারে বাপি ও তার পরিবার । বর্তমানে সপ্তাহে দু'দিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালাইসিস করে কোনরকমে জীবন বেঁচে আছে তাঁর। ডাক্তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এমতাবস্থায় একমাত্র ছেলের জীবন বাঁচাতে নিজের কিডনি দিতেও প্রস্তুত মা পুতুল বসাক। এরজন্য যে অর্থের প্রয়োজন, তা জোগাড় করার সামর্থ নেই তাদের । একমাত্র রোজগেড়ে যুবকের জীবন বাঁচাতে সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের সকলেই।



বাপি বসাক বলেন, 'গত দু'মাস আগে প্রথমে আমার জন্ডিস ধরা পড়ে। একমাস পর খুব অসুস্থ হয়ে পড়ায় মেখলিগঞ্জ হাসপাতালে যাই। সেখানকার চিকিৎসক অন্যত্র স্থানান্তর করেন। পরে একটি বেসরকারি নার্সিংহোমে পরীক্ষা নিরীক্ষার পর আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে বলে জানতে পারি। তারপর থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সপ্তাহে দু'দিন ডায়ালাইসিস চলছে। ডাক্তার কিডনি পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। আমার দিন আনা দিন খাই পরিবারের সেই সামর্থ নেই ।আমার একমাত্র রোজগারে সংসার চলে। বর্তমানে আমি অসুস্থ হয়ে পড়ায় সংসার অচল হয়ে পড়েছে। কাজেই চিকিৎসা করার সামর্থ নেই। আমার চিকিৎসার জন্য সকলের সহযোগিতা প্রার্থনা করছি। সকলের সাহায্য পেলে আমি সুস্থ হয়ে আবার সংসার করতে পারবো।'



বাপির বৃদ্ধা মা পুতুল বসাক বলেন, 'একমাত্র ছেলের জীবন বাঁচাতে আমি নিজের কিডনি দিতে প্রস্তুত আছি। এরজন্য তাকে বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু তাতে যে অনেক অর্থের প্রয়োজন তা জোগাড় করার সামর্থ আমাদের নেই। তাই ছেলেকে বাঁচাতে সকলের সাহায্য প্রার্থনা করছি।'

(বাপির পরিবারের যোগাযোগ নম্বর-7864915999)

ছেলের কিডনি প্রতিস্থাপনের অর্থ যোগাতে হিমাশিম পরিবার

Posted by Sangbad Ekalavya on Monday, July 12, 2021