পয়লা জুলাই থেকে বাড়ছে আমুল দুধের দাম 

amul milk packet
AMUL MILK


বৃহস্পতিবার, পয়লা জুলাই থেকে বাড়ছে আমুল দুধের (AMUL MILK) দাম। লিটার প্রতি ২টাকা বাড়ছে দুধের দাম।

আমুল (AMUL) ব্র্যান্ডের অধীনে বিক্রি হওয়া বিভিন্ন ধরণের দুধ ১ জুলাই থেকে প্রতি লিটারে ২ টাকা করে বাড়বে দুধের দাম।


দুগ্ধ সমবায় আভ্যন্তরিন ব্যয় বৃদ্ধিকে দুধের দাম বৃদ্ধির পিছনে কারণ হিসাবে উল্লেখ করেছেন। আজ থেকেই কার্যকর হবে এই দাম।


এই মূল্যবৃদ্ধির পরে, Amul Gold এর দাম 500 মিলির জন্য 29 টাকা হবে, যখন Amul Tara 500 মিলি প্রতি 23 টাকা এবং Amul Shakti 500 মিলি প্রতি 26 টাকায় পাওয়া যাবে।

জিসিএমএমএফ (GCMMF) জানিয়েছে, এই দাম বৃদ্ধি খাদ্য মূল্যস্ফীতির তুলনায় অনেক কম।


জিসিএমএমএফ (GCMMF) আরও জানিয়েছে, বিভিন্ন শ্রেণির দুধজাত পণ্যের দাম বৃদ্ধি প্রায় দেড় বছর পর করা হলো।

Tag:
#amul milk price #amul share price #amul milk price in delhi #milk price amul gold #milk price #amul gold price #amul price hike #amul milk price hike #mother dairy milk price #milk price hike #amul milk share #price #first milk atm in india #amul full cream milk price #amul milk price per litre #amul milk price list 2021 #amul milk price in delhi today #amul gold #national milk day #milk atm in india #amul taaza milk price #amul toned milk price #amul dudh