বিকিনিতে স্মৃতির পাতা শেয়ার পাওলির
hot ও sexy লুকের জন্য বেশ পরিচিত পাওলি দাম। তাঁর নজরকাড়া আবেদনময়ী শরীরের জন্য প্রশংসিত। অভিনয় জগতেও তাঁর একটা নামডাক রয়েছে। কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে পাওলির বাংলা ছবি 'ছত্রাক'। সেই ছবির কারণে সমালোচনার মুখেও পড়তে হয় পাওলিকে। Cannes-এর বিচে বিকিনি পরে থাকা ছবি নেট দুনিয়ায় শেয়ার করে পারদ চড়ালেন পাওলি।
সোমবার সকালে গেরুয়া বিকিনিতে সান ব্যাথ নেওয়ার ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন পাওলি। তাতে ক্যাপশন দেন 'morning blues from a decade back #Canned Memories’। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসব ।
সোমবার সকালে কানের স্মৃতি তুলে ধরলেন পাওলি দাম। কানের বিচে গেরুয়া বিকিনিতে সান ব্যাথে পাওলি। এই মুহূর্তে পাওলি ব্যস্ত পরিচালক অর্জুন দত্তের ছবি ‘বিরিয়ানি’-র কাজে। এবছর আরও একটি বাংলা ছবি বাংলাদেশের ‘Rehana Maryam Noor’ কান চলচ্চিত্র উৎসব জায়গা করে নিয়েছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊