উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় ফের মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, অনিশ্চিত ১৪৩৩৯ প্রার্থীর ভবিষ্যৎ!


উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া ফের আদালতে। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ একদল প্রার্থী। হলফনামা গ্রহণ না করেই মামলার রায় দিয়েছেন বিচারক এমনটাই দাবি করেছে মামলাকারীরা। কমিশনের প্রকাশিত নতুন তালিকা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ করা হয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন তাঁরা। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে  মামলা করেছেন একাধিক চাকরিপ্রার্থী।


উচ্চ প্রাথমিকের নতুন ইন্টারভিউ লিস্টে একাধিক বেনিয়ম চোখে পড়ে বলে দাবি মামলাকারীর আইনজীবীদের। সে সবের উল্লেখ করে আদালতে অতিরিক্ত হলফনামা দেওয়া হয় মামলাকারীর তরফে। কিন্তু শুক্রবার মামলার শুনানিতে সেই হলফনামা গ্রহণ না করেই রায় শোনান বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


ভৌত বিজ্ঞানের তালিকায় বহু বেনিয়ম রয়েছে অভিযোগ।সোমবার বিষয়টি ডিভিশন বেঞ্চের নজরে আনেন আইনজীবী সুবীর সান্যাল। মামলাকারীদের দাবি, বার বার স্কুল সার্ভিস কমিশন ভুল করছে। আর আমরা সেই ভুল ধরিয়ে দিচ্ছি। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। 


উচ্চ প্রাথমিকের সদ্য প্রকাশিত তালিকা ঘিরে চাকরি প্রার্থীদের অসন্তোষ অব্যাহত। বিক্ষোভকারীদের দাবি, যোগ্যতার প্রামাণ্য নথি আপলোড করা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে তা দেখানো হয়নি। অ্যাকাডেমিক স্কোরেও গরমিল রয়েছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ। 


চাকরিপ্রার্থীদের দাবি, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখুক স্কুল সার্ভিস কমিশন। না হলে যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার করা হবে। । 


উল্লেখ্য, শুক্রবার আদালতে জট কাটে আপার প্রাইমারির। নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করে  বিচারপতি নির্দেশ দেন, তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা SSC-কে জানাতে হবে ২ সপ্তাহের মধ্যে। ১২ সপ্তাহের মধ্যে সেই অভিযোগগুলির তদন্ত করে সিদ্ধান্ত জানাবে SSC-র সচিব পর্যায়ের কোনও আধিকারিক। সেই সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে আদালতের দ্বারস্থ হতে পারবেন চাকরিপ্রার্থীরা।