Tokyo Olympic এর পথে সানিয়ে- জিতলেন উইম্বলডন টুর্নামেন্টের প্রথম রাউন্ড
বৃহস্পতিবার চলমান উইম্বলডন টুর্নামেন্টে ষষ্ঠ বাছাই জুটি দেশিরা ক্রাভ্যাসিক এবং আলেক্সা গুয়ারাচিকে পরাজিত করে মির্জা এবং তার সঙ্গী আমেরিকার বেথানিয়া ম্যাটেক-স্যান্ডস দ্বিতীয় রাউন্ডে উঠেছে। সানিয়া মির্জা সর্বশেষ 2017 সালে উইম্বলডনে খেলেছিলেন।
উইম্বলডনের প্রথম রাউন্ডে আমেরিকার দেসিরে ক্রাউকজিক ও চিলির আলেক্সা গুয়ারচি জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সানিয়া মির্জারা। প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে ইন্দো-মার্কিনি জুটি। তবে সেটে দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।
পাঁচটি গেম জেতে সনিয়া ও মাটেক-স্য়ান্ডসের প্রতিপক্ষ জুটি। সাতটি গেম জেতে ইন্দো-মার্কিনি জুটি। ম্যাচের দ্বিতীয় সেট জিততে খুব একটা সমস্যায় পড়তে হয়নি সানিয়াদের। ৬-৩ গেমে প্রতিপক্ষকে কার্যত গুড়িয়ে দেন তাঁরা।
উইম্বলডনের ষষ্ঠ বাছাই জুটিকে হারিয়ে মহিলাদের ডবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছল ভারতের সানিয়া মির্জা ও আমেরিকার বিথাইন মাটেক-স্যান্ডস জুটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊