Student Credit Card -এ কি কি সুবিধা মিলবে জানুন বিস্তারিত 




আজ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ছাত্র ছাত্রীদের সুবিধার্থে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের (Student Credit Card) শুভ সুচনা করলো। আজ নবান্নে এই ক্রেডিট কার্ডের শুভ সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সেই মতোি প্রতিশ্রুতি পূর্ণ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govt.) ।



প্রকল্পের কথা জানাতে গিয়ে মমতা বলেন, ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব, দেশের ভবিষ্যত। বাংলার সম্মান, প্রতিষ্ঠিত করবে এরাই। স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, তার জন্য এই স্কিম। তিনি জানান, অষ্টমশ্রেণি পর্যন্ত পোশাক, জুতো, ব্যাগ দেওয়া হয়। কন্যাশ্রী দেওয়া হয়। শিক্ষাশ্রী দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। অনলাইনে পড়ার জন্য ট্যাব দেওয়া হয়েছে। এবার চালু করতে চলেছি স্টুডেন্টস ক্রেডিট কার্ড (Student Credit Card)। সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম। কথা রাখাটাই আমাদের কাজ। উন্নয়ন আমাদের কাজ।


স্টুডেন্টস ক্রেডিট  কার্ড (Student Credit Card) প্রকল্পে যেসব সুবিধা মিলবে -

‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে পড়ুয়ারা।

স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারেন্টার হবে রাজ্য সরকার।

দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।

উচ্চ শিক্ষা স্নাতক, স্নাতকোত্তর, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে মিলবে লোণ।

‘প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হবে।

এছাড়া, কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপের জন্যেও ঋণ দেওয়া হবে।

’৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে পাবে।’

শুধু রাজ্য বা দেশে নয়, বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও এই কার্ড থেকে মিলবে ঋণ। 

ঋণের মেয়াদ ১৫ বছর।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানান মুখ্য়মন্ত্রী।

আবেদন করবেন কীভাবে- 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য পৃথক পোর্টাল করা হয়েছে। তিনি বলেন, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আজ থেকে পোর্টাল খোলা হল। এগিয়ে বাংলা পোর্টালে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে। পাশাপাশি, উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আবেদন করা যাবে। এছাড়া, ১৮০০১০২৮০১৪ টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে।’