Latest News

6/recent/ticker-posts

Ad Code

Student Credit Card: 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' প্রকল্পের শুভ সূচনা- আজই আবেদন জানান online

Launch of the ‘Student Credit Card’ initiative- apply online 

'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' প্রকল্পের শুভ সূচনা


credit card




সূচনা হলো বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের। 40 বছর পর্যন্ত পাঅ্যা যাবে এই সুযোগ। মুখ্যমন্ত্রী বলেন- ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ হবে এই  ক্রেডিট কার্ডে।।

চাকরীর পরীক্ষার প্রশিক্ষণ থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত  সমস্ত বিষয়ে আর্থিক সুবিধা দিবে এই কার্ড। 
mamata banerjee student credit card

তৃতীয়বার সরকার গড়বার পরই  একের পর এক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের আর্থিক ভাবে সাহায্যের জন্য নির্বাচনি ইস্তাহারে বলা ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ডের কাজ শুরু  হয়েছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মাধ্যমিক থেকে সমস্ত উচ্চশিক্ষা পর্যন্ত Student's Credit Card Scheme এর কথা জানান মুখ্যমন্ত্রী। 

এদিন তিনি আরও জানান-  ‘নতুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পে মন্ত্রিসভায় ছাড়পত্র, ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। সরকারই থাকবে ক্রেডিট কার্ডের গ্যারান্টার।’

ক্রেডিট কার্ডের আবেদন জানাতে ক্লিক করুন - ওয়েবসাইট 

Tag: 
#www.wb.gov.in #student credit card #www.wb.gov.in #student credit card west bengal in bengali #www.gov.in  #www.gov.in west bengal #wb.gov.in scheme #west bengal education board #wb.gov.in #notice  #banglar uchchasiksha #wb.gov.in student credit card #wb.gov.in #www.wbssc.gov.in

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code