Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভ্যাকসিন ক্যাম্প করা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা আনল রাজ্য

ভ্যাকসিন ক্যাম্প করা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা আনল রাজ্য





কসবায় ভুয়ো ভ্যাকসিন শিবির প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল রাজ্য সরকার। এবার কোনও হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংস্থা অথবা কোনও বেসরকারি সংস্থা ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা আনল রাজ্য স্বাস্থ্য দপ্তর।



এখন থেকে কোনও হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংস্থা অথবা কোনও বেসরকারি সংস্থা ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করলে সংশ্লিষ্ট পুরসভার অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ফোন নম্বর-সহ ওই ক্যাম্প সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি জানাতে হবে। কোন টিকা দেওয়া হচ্ছে, তার ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট সহ ভ্যাকসিন সংক্রান্ত সব তথ্য জানাতে হবে। সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সব ঠিক থাকলে, তবেই ভ্যাকসিন ক্যাম্প আয়োজনের অনুমতি দেওয়া হবে।



স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, নয়া নির্দেশিকা অনুযায়ী, পুরসভা এলাকায় ক্যাম্প করতে গেলে সংশ্লিষ্ট পুরসভার স্বাস্থ্য বিভাগের কাছ থেকে, গ্রামীণ এলাকায় শিবির করতে গেলে অনুমতি নিতে হবে জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে। ব্লক ভিত্তিক শিবিরের ক্ষেত্রে ব্লক স্বাস্থ্য আধিকারিক-এর অনুমতি নিতেই হবে। পাশাপাশি কোউইনে নাম নথিভুক্ত ছাড়া মিলবে না টিকা।



কসবার মতো ভুয়ো ভ্যাকসিন শিবির এড়াতে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (SOP) তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে সেই মর্মে নির্দেশিকাও পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code