সুলভ মূল্যে জলের ট্যাঙ্কারের উদ্বোধন করলেন দুই বিধায়ক 





জলের আর এক নাম জীবন।এই জীবন বাঁচানোর লক্ষ্যে বর্ধমানের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরী করা হলো জলের ট্যাঙ্কার। বেলকাশ গ্রাম পঞ্চায়েত অফিসে এই জলের ট্যাঙ্কারের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ ও উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস ও নিশীথ মালিক। 



এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন ও উপ প্রধান মানিক নন্দী সহ অন্যান্যরা।ট্যাঙ্কার উদ্বোধনের প্রাক্কালে দুই বিধায়ককে সংবর্ধনা করেন পঞ্চায়েত সদস্যরা।


উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিধায়ক খোকন দাস বলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পানীয় জলের ট্যাঙ্কারের খুব প্রয়োজন আছে। সেই প্রয়োজনের কথা ভেবে আজ একটি জলের ট্যাঙ্কারের উদ্বোধন করা হলো।



বিধায়ক নিশীথ মালিক বলেন এই সময় অনেক জায়গায় জলের একটা সমস্যা আছে। অনেক জায়গায় ঠিকমতো জল যাচ্ছে না।ফলে সমস্যায় পরতে হচ্ছে সাধারন মানুষদের।


নিশীথ মালিক বলেন তার ভাষণে বলেন বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিলো।ভোটের বিজেপির হুঙ্কারের পাশাপাশি ছিলো নিজেদের দলের কর্মীদের একটা সাবধান।বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের পাশাপাশি আমাদের তৃণমূল কংগ্রেসের ওর কিছু কিছু নেতারা আলোচনা করেছি খোকন দাস ও নিশীথ মালিক হাসছেন।

সুলভ মূল্যে জলের ট্যাঙ্কারের উদ্বোধন করলেন দুই বিধায়ক।

Posted by Sangbad Ekalavya on Thursday, June 17, 2021