Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিষেক টেস্টে খেলতে নেমেই একের পর এক কীর্তি গড়লেন শেফালি বর্মা

অভিষেক টেস্টে খেলতে নেমেই একের পর এক কীর্তি গড়লেন শেফালি বর্মা





অভিষেক টেস্টে খেলতে নেমেই একের পর এক কীর্তি গড়লেন শেফালি বর্মা। অভিষেক টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় মহিলা ক্রিকেটারের রেকর্ড গড়লেন শেফালি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ রানের জন্য হাতছাড়া হল সেঞ্চুরি। তাঁর সংগ্রহ ৯৬।

এর আগে ৭৫ রান করে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার নজির ছিল চন্দ্রকান্তা কউলের।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শেফালি ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫২ বলে ৯৬ রানে ৪৯তম ওভারে কেট ক্রসের বলে আউট হন শেফালি। পঞ্চম বলে শ্রুবসোলের হাতে ধরা পড়েন শেফালি। ১ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত।

২০১৪ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার পর সাত বছর পর টেস্ট ক্রিকেটে মাঠে নামার সুযোগ পেল ভারতের মহিলা ক্রিকেট দল।

ইংল্যান্ডের ৯ উইকেটে ৩৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলেছে। দিনের শেষ বেলায় ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় ভারত। হরমনপ্রীত ৪ ও দীপ্তি ০ রানে অপরাজিত রয়েছেন।

ফিল্ডিংয়েও নজর কেড়েছিলেন শেফালি। ব্রিস্টলে ভারতের একসঙ্গে পাঁচজন ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code