পুরির জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতির ছবি দেখে নিন একনজরে





পুরির জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। দিনরাত এক করে চলছে রথ নির্মান। আর কদিন বাদেই রথে করে মাসির বাড়িতে ঘুরতে যাবেন শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবী। আসুন দেখে নেই পুরির জগন্নাথের রথ কতদূর তৈরি হলো-




জীব যাতে সহজেই এই জড় বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে সেজন্য করুণাময় ভগবান হরেকৃষ্ণ মহামন্ত্রের পর আরেকটি উপায় ও প্রবর্তন করেছেন এই পৃথিবীতে, সেটি হলো শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর রথযাত্রা । 




আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত এই রথযাত্রা কিংবা পূর্ণ যাত্রা অর্থাত্‍ উল্টোরথ। রথের উপর ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রাদেবীকে দর্শন করলে এই জগতে আর পূণর্জন্ম হবে না । 




এ বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়াতে রথযাত্রা (Ratha Yatra 2021) করে শুক্লা একাদশীর দিন পূর্ণযাত্রা করতে হবে । 




এই সময়ে জপ ও হোমাদি অনুষ্ঠান বিধেয় ।