দোকানের তালা ভেঙ্গে চুরি হয়ে গেল নগদ টাকা সহ সরষের তেলের টিন
রামকৃষ্ণ চ্যাটার্জী: পশ্চিম বর্ধমান:-
সালানপুর থানার অন্তর্গত বনজে মারী কোলিয়ারি রাস্তার উপরের মুদিখানার দোকানে শনিবার রাতে চোরের দল এসে সামনের তালা ভেঙে,নদদ পাঁচ হাজার টাকা সহ ৬০কিলোগ্রাম সরষের তেল এবং রিফাইন তেল ও সিগারেট সহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে চম্পট দেয়।
মুদিখানার দোকানের মালিক অনুজ মুদি জানান প্রতিদিনের মত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়,সকালে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে আমার দোকানের সামনের দরজা খোলা রয়েছে আমি গিয়ে দেখি আমরা ক্যাশ বাক্স থেকে পাঁচ হাজার টাকা ও সরষের তেল ও রিফাইন তেলের টিন গুলি নেই।
এই ঘটনার পর সালানপুর থানার পুলিশ এসে ক্ষতিয়ে দেখেন এবং তদন্ত শুরু করেন।
এই প্রসঙ্গে স্থানীয় কিছু মানুষজন বলেন প্রায় দিনেই এমন চুরির ঘটনা ঘটে থাকে কখন গাড়ির ব্যাটারি,কখন গাড়ির লাইট বা গাড়ির ডিজেল বিভিন্ন জিনিস পত্র চুরি হয়ে থাকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊