জৈন হাওয়ালা মামলায় রাজ্যপাল আক্রমণ, সাংবাদিক বিনীত নারায়ণ এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে, দাবি সুখেন্দুর 



মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, "রাজ্যপাল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। যা অত্যন্ত নিন্দনীয়। দেশের নাগরিক হিসাবে আমাদের সকলের দায়িত্ব সংবিধান ও তাঁর ঐতিহ্যকে রক্ষা করার জন্য এই ধরনের অশুভ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা ও জনমত গড়ে তোলা।'


এদিন তিনি জৈন হাওয়ালা মামলা নিয়ে বলেন, 'রাজ্যপাল বলেছেন, জৈন হাওয়ালা মামলার চার্জশিটে তাঁর নাম ছিল না। সাংবিধানিক পদে থেকেও ক্ষমতার অপব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। রাজ্যপাল দাবি করেছেন, হাওয়ালা কেলেঙ্কারিতে সবাই মুক্ত। আইন-বিচার ব্যবস্থার গোলকধাঁধায় মামলাটি হারিয়ে যায়। ফলে এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার প্রশ্নই নেই।" তাঁর প্রশ্ন, "কেলেঙ্কারিতে নাম জড়ানো জগদীপ ধনকড় এবং রাজ্যপাল কি একই ব্যক্তি? জৈন ডায়েরির একটি পাতার সর্বশেষ নাম জগদীপ ধনকড়ের। ডায়েরিতে জগদীপ ধনকড়ের পাশে ৫ লেখা আছে। 


জৈন হাওয়ালা মামলাকে ফের সামনে আনার জন্য আজ ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক বিনীত নারায়ণ বলেই জানান তিনি। তিনি আরও জানান, "আমরা বিনীত নারায়ণের মতের সঙ্গে সহমত পোষণ করছি। গতকাল নিজেকে নিষ্পাপ শিশু প্রমাণ করার চেষ্টা করেছেন রাজ্যপাল। কিন্তু আসলে তিনি তা নন।"