সব রাজ্য বোর্ডকে দ্বাদশের ফল প্রকাশের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্টে
করোনা পরিস্থিতির জেরে এবছর বাতিল হয়েছে সিবিএসই সহ দেশে বিভিন্ন রাজ্য বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সব রাজ্য বোর্ড ইতিমধ্যে মার্কশিট তৈরির ফর্মুলা প্রকাশ করেছে। এরইমধ্যে আজ সুপ্রিম কোর্ট পরীক্ষা নিয়ে শুনানির সময় সর্বোচ্চ আদালত ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফলাফল প্রকাশের জন্য সমস্ত রাজ্য বোর্ডগুলিকে নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্ট বলেছে, দ্বাদশের পরীক্ষার্থীদের মূল্যায়নের পরিকল্পনা তৈরি করে এবং সেই মূল্যায়ন ফর্মুলার ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্য বোর্ডগুলির ফলপ্রকাশ আবশ্যিক। কীভাবে মূল্যায়ন তা দশ দিনের মধ্যে জানাতে হবে বলেও জানিয়েছে আদালত। রাজ্য বোর্ডগুলির মতো সিবিএসই ও সিআইএসসিই-র আয়োজিত পরীক্ষার ফলাফলও ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে।
করোনা আবহে এবার বিশেষজ্ঞ কমিটি ও জনমতের ওপর ভর করে পশ্চিমবঙ্গ বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল হয়েছে। সম্প্রতি পরীক্ষার্থীদের মূল্যায়নের ফর্মুলা ঘোষণা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষার মার্কশিট দেওয়া হবে। সেই পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊