SBI CLERK RECRUITMENT: SBI- CLERK পদে আবেদন করেছেন, DOWNLOAD করুন Admit Card 


STATE BANK OF INDIA



STATE BANK OF INDIA -র CLERK পদের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হল। যে প্রার্থীরা ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েট) নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করেছেন তারা আগামী ১৩ই জুলাই পর্যন্ত STATE BANK OF INDIA- র অফিশিয়াল ওয়েবসাইট www.sbi.co.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।




SBI- র তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করা হচ্ছে। শুধুমাত্র যে প্রার্থীরা লাদাখ এবং লেহ ও কার্গিল উপত্যকার জন্য নথিভুক্ত হয়েছে তাঁরা বিশেষ প্রক্রিয়ার আওতায় কল লেটার ডাউনলোড করতে পারবেন না। পরবর্তী নোটিশ জারি না হওয়া পর্যন্ত সেই দুই এলাকার নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’





এসবিআই ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার (SBI clerk exam 2021 admit card) অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন যেভাবে: 




প্রথমে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে যান।

এরপর, ‘SBI clerk prelims exam admit card’-তে ক্লিক করুন।

নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে ‘Submit’ করুন।

এরপরেই, অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।




সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড ক‍রতে ক্লিক করুন: