স্পোর্টস ব্রা পরেই ভ্যাকসিন সেন্টারে মালাইকা, ভাইরাল ভিডিও
মালাইকা অরোরা বলিউডের খুব পরিচিত নাম। বয়স বাড়লেও তাঁর শরীর আবেদনে ভরপুর। মঙ্গলবার স্পোর্টস ব্রা পরেই করোনা ভ্যাকসিন সেন্টারে গেলেন টিকা নিতে। জন সাধারনের লম্বা লাইনের ভিড়ে থাকা এক স্বাস্থ্য কেন্দ্রে স্পোর্টস ব্রা পরে টিকা নিতে যান মালাইকা যা তিনি নিজেই তাঁর সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন।
এরপরেই মালাইকাকে নিয়ে চলছে জোর চর্চা। এমন পোশাক পরে কেন গেছেন টিকা নিতে তা নিয়ে সরব হয় নেটনাগরিকরা। করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতেই গিয়েছিলেন তিনি। এই ছবি শেয়ার হতেই হইচই শুরু হয়।
যদিও এসবে কান দেননা মালাইকা। ক্যাপশনে লিখেছেন, 'ভালো কাজ করে এলাম। নিজেও সুরক্ষিত। সমাজও সুরক্ষিত।" তিনি সকলকে ভ্যাকসিন নিতেও বলেন। কিন্তু কারও সেদিকে নজর নেই। সকলে তাঁর পোশাক নিয়েই প্রশ্ন তুলেছেন। কটাক্ষে ভরে গিয়েছে মালাইকার অ্যাকাউন্ট।
স্পোর্টস ব্রায়ের ওপর খোলা জ্যাকেট পরেছিলেন মালাইকা। অর্ধ বুক খোলা। মানুষের ভিড় ঠেলে ভ্যাকসিন নিয়ে বেরিয়ে আসছেন মালাইকা আশেপাশে ছিলেন বেশ কয়েকজন মধ্যবিত্ত মহিলাও। সকলের নজর মালাইকার দিকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊