বাংলা ভাগ বিজেপির পরিকল্পিত চক্রান্ত, মুখ্যমন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিক, অধীর রঞ্জন চৌধুরী
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। অন্যদিকে পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি জানিয়েছেন বিজেপির অপর এক সাংসদ সৌমিত্র খাঁ। তা নিয়ে সরব হলেন অধীর রঞ্জন চৌধুরী।
তিনি বলেন, "উত্তরবঙ্গ উত্তরবঙ্গ করে যে আওয়াজ ওঠানো হয়েছে তার পিছনে সূক্ষ রাজনীতির চাল আছে। কেউ যদি অস্বীকার করে যে আমরা জানি না ওরা জানে, সেই তত্ত্বে আমি বিশ্বাস করি না। বিজেপি একটা সংগঠিত দল, অথচ সেই দলের নেতাই জানেন না যে তাঁদের দলের আর এক নেতা যা খুশি তাই বলছেন। একথা আমি বিশ্বাস করি না। বিজেপির একজন সাংসদ যখন বলছেন, তখন কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্বে জানেন না, এসব ফালতু কথায় আমি বিশ্বাস করি না। এটা বিজেপির পরিকল্পিত চক্রান্ত। এটা নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে।"
তাঁর কথায়, বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে!! সাম্প্রতিক নির্বাচনে পরাজয় স্বীকার করতে না পেরে বিজেপি উত্তরবঙ্গের জনগণের সাথে একটা সংকীর্ণ রাজনৈতিক তাস খেলে বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊