বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারত
আসন্ন বিশ্ব টেস্ট চাম্পিয়ানশিপের দল ঘোষনা করলো ভারত। আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনের এজিয়েস বোলে আইসিসি-র শো পিস ইভেন্টে মুখোমুখি হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড। যার দিকে তাঁকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। ফাইনালের ৭২ ঘণ্টা আগে ১৫ সদস্যের দল ঘোষণা করে দেয় বিসিসিআই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের দল
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও ঋদ্ধিমান সাহা।
চূড়ান্ত ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন ময়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও অক্ষর প্যাটেল। মনে করা হচ্ছে ৬ ব্যাটসম্যান ও ৫ বোলার নিয়েই মাঠে নামতে পারে ভারত। রোহিত শর্মা ও শুভমন গিলকে দিয়ে ম্যাচের ওপেন করাতে চাইছে ভারত সেই কারণেই কেএল রাহুল বা ময়াঙ্ক আগরওয়ালের এই দলে জায়গা হয়নি।
১৫ জনের দলে লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল জায়গা না পেয়ে ঋদ্ধির জায়গা পাওয়ায় খুশি বাংলা ক্রিকেট। এদিকে উইকেটের পিছনের শক্তির সঙ্গে ব্যাটিং শক্তিকেও মজবুত করতে চায় টিম ম্যানেজমেন্ট তাই ঋদ্ধিকে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ঋদ্ধিকে দলে রাখার কারণ ব্যাটিং ও ফিল্ডিংকে মজবুত করা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊