ICC TEST RANKING: অলরাউন্ডারদের শীর্ষে রবীন্দ্র জাডেজা
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে উঠে এলেন ভারতের রবীন্দ্র জাডেজা। ২০১৭-র পর দীর্ঘ চার বছর বাদে আবার শীর্ষ স্থান ফিরে পেলেন জাডেজা। তাঁর রেটিং ৩৮৬। তিনি পিছনে ফেলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারকে।
এদিকে অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রবীচন্দন অশ্বিন। বোলারদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাডা এক ধাপ উঠে এখন ৬ নম্বরে।
ব্যাটসম্যানদের তালিকায় ফের প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যুগ্মভাবে ৬ নম্বরে আছেন ঋষভ পন্থ ও রোহিত শর্মা।
ব্যাটসম্যানদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ডিন এলগারের, তিনি এখন ১৯ নম্বরে। রাসি ভ্যান ডার ডুসেন ৩১ ধাপ উঠে এখন ৪৩ নম্বরে। এদিকে বোলারদের মধ্যে হ্যাটট্রিক করা কেশব মহারাজ তিন ধাপ উঠে এখন ২৮ নম্বরে। লুঙ্গি এনগিডি তিন ধাপ উঠে ৪১ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে ১২ ধাপ উঠে ৪৪ নম্বরে জেরমাইন ব্ল্যাকউড। শাই হোপ তিন ধাপ উঠে ৮২ নম্বরে। কাইরেন পোলার্ড ৬ ধাপ উঠে ৯৪ নম্বরে। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ১২ নম্বরে উঠে এসেছেন কেমার রোচ। কাইল মেয়ার্স ৫১ ধাপ উঠে এখন ৬৩ নম্বরে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊