ICC ODI BATTING RANKING-এ সেরা দশে দুই ভারতীয় মহিলা ক্রিকেটার

Indian Women Cricket Team



ICC মহিলা ব‍্যাটসম‍্যান ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে ইংল‍্যান্ডের ট‍্যামি বিউমন্ট। ৭৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ট‍্যামি। ৭৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লিজেলে লি। ৭৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।



এদিকে তিন ধাপ উপরে উঠে পাঁচ নম্বরে প্রবেশ করেছে ভারতীয় ক্রিকেটার মিতালি রাজ। ৭২৫ পয়েন্ট রয়েছে তাঁর। এদিকে অপর এক ভারতীয় স্মৃতি মান্দনা দুই ধাপ নেমে ৬৯৫ পয়েন্ট নয় নম্বরে রয়েছে।